
প্রকাশিত: Sat, Dec 23, 2023 8:44 PM আপডেট: Mon, May 12, 2025 10:55 AM
[১] জনগণের বিপরীতে দাঁড়িয়েছে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না : শামীম ওসমান
মোশতাক আহমেদ শাওন : [২] নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেন, বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে, বাংলাদেশটাকে অন্য কোন খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিলো তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয়নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আন্দঘন পরিবেশে মানুষ ভোট দিবে। বিএনপিকে এখন আর আমি রাজনৈতিক দল মনে করি না। জামাত ১৯৭১ সালে সময় আমাদের মা-বোনের সম্মান নিয়েছে এবং স্বাধীনতার যুদ্ধের বিরোধীতা করেছে। বিএনপি এবার জনগনের বিপরিতে দাড়িঁয়েছে।
২০১৩/১৪ সালে বিএনপি মানুষ পুড়িয়েছে, যানবাহন পুড়িয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে, ওরা এখনো সংশোধন হয় নাই। বিএনপিকে একটা সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে। অলরেডি কানাডিয়ান আদালতসহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমার মনে হয়না এই সন্ত্রাসীদের ডাকে কেউ সাড়া দিবে।
[৩] শনিবার বিকেলে ফতুল্লায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
[৪] এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলেছে, কেউ কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তবে, আমরা দেখছি বিএনপি নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করছে। যদি এর চেয়ে বারাবাড়ি তারা করার চেষ্টা করে, তাহলে মানুষ কিন্তু জবাব দিয়ে দিবে।
বিশেষ করে ট্রেনে আগুন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলাটাকে মানুষ স্বাভাবিক ভাবে নিতে পারে নাই। মানুষের মাঝে একটা ঘৃণা জমে গেছে। এই ঘৃণার যদি বহিঃপ্রকাশ ঘটে যায়, বিএনপির জন্য খুব ভয়ানক হবে।
[৫] ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে না’ আমার এলাকায় যাতে ভুলেও কেউ এরকম চিন্তা না করে। ভুলেও যদি কেউ এই চিন্তা করে, তাহলে ভোট দেওয়া তো দুরের কথা ওর বাড়ির কেন্দ্রে ওর খাট বালিশ কিছ্ইু থাকবে না।
[৬] এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।